আরিফুর রহমান আরিফ ।।ঝালকাঠির নলছিটিতে মাস্ক ব্যবহার না করার দায়ে ৩ ব্যক্তিকে ১০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বুধবার(৩১ মার্চ)বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার এ জরিমানা করেন।
এসব বিষয়ে ইউএনও রুম্পা সিকদার বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে এখন বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে।জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং জনসাধারণের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সচেতনতামূলক অভিযান করা হয়। এসময় মাস্ক ব্যববহার না করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০০ টাকা করে জরিমানা করা হয়। সেই সাথে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এবং স্বাস্থ্যবিধি মানার জন্যগ প্রচার-প্রচারণাও করা হয় বলে জানান ইউএনও।
##
০১৭৩৯৫৪৮২২৫