ই এম রাহাত ইসলাম, ডিআইইউ প্রতিনিধিঃ
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে ড. গণেশ চন্দ্র সাহার যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
আজ বুধবার, ১ এপ্রিল, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করেছেন। এ উপলক্ষে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাতারকুলে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ড. গণেশ চন্দ্র সাহা বলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে একটি মডেল ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলবো। আমি সর্বাত্মক চেষ্টা করবো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সাধ্যমতো চেষ্টা ও কাজ করে যাবো। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।’
তিনি আরও বলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি ও গবেষণাগার। সংবর্ধনা অনুষ্ঠানে ড. গণেশ চন্দ্র সাহাকে সকল ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফুল দিয়ে বরণ করেন। উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে ৪ বছরের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা ১৯৬৩ সালের ১ অক্টোবর টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে ডুয়েটে যোগদানের পর থেকে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক ও ডিনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে তার বহু গবেষণা প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।