দেশে করোনায় একদিনে রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় দেশে ৫৮ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে মৃত্যুর হিসেবে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়াল ৯ হাজার ২১৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫ হাজার ৬৮৩ জন রোগী শনাক্ত করা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক শনাক্তের হিসেবে এখন পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।