30 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
স্বাস্থ বার্তা

বেতাগীতে ডায়রিয়ায় এক দিনে ২ জনের মৃত্যু

করোনার প্রাদুর্ভাবের মধ্যেই বরগুনার বেতাগীতে বেড়েছে ডায়রিয়ায় প্রকোপ। এতে আজ শনিবার এক দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার মোকামিয়া ইউনিয়নের কাইয়ালঘাটা গ্রামের নুরুল ইসলাম (৭০) ও বেতাগী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের চন্দ্র ভানু (৬০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ উপজেলায় প্রতিদিন বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আসন নেই।

রোগীরা ঠাঁই নিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেসহ আশপাশের বরান্দায়। অনেকে করোনা সংক্রমণের ভয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন না। গত ১৫ মার্চ থেকে শনিবার (১৭ এপ্রিল) পর্যন্ত ১৩৭ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১০১ জন। ভর্তি আছেন ৩৬ জন। শুক্রবার থেকে প্রতিদিনই ২০-২৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। এদের মধ্যে অধিকাংশই বয়স্ক, নারী ও শিশু।

এ বিষয় উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা তেন মং বলেন, হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ যথাযথ রয়েছে।

সম্পর্কিত পোস্ট

যে কারণে অন্তঃসত্ত্বাদের কাঁচা পেঁপে খাওয়া নিষেধ

banglarmukh official

ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুতে বছরের রেকর্ড

banglarmukh official

রোজ সকালে খান আমলকী, সুগার থাকবে নিয়ন্ত্রণে

banglarmukh official

সকালে যে তিন খাবার খেয়ে আপনার স্বাস্থ্য ঠিক রাখবেন

banglarmukh official

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৩

banglarmukh official

বন্যায় শিশুদের জটিল স্বাস্থ্য সমস্যা, চিকিৎসা ও প্রতিরোধ

banglarmukh official