মানুষ হয়ে জন্ম নিয়েও আজ তারা সমাজে অবহেলিত সমাজে যাদের পরিচয় হিজড়া নামে। তৃতীয় লিঙ্গের এই মানুষ গুলো কথা বিবেচনা করে তাদের পাশে এসে সর্বদা দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর সহযোগিতা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে প্রাকৃতিক দূর্যোগ করোনায় ক্ষতিগ্রস্থ ৫০ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সদস্যদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এসময় সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বরিশাল জেলা আওয়ামীলীগ তালুকদার মোঃ ইউনুস, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর সাইদুর রহমান রিন্টু, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল জেলার সকল সরকারি শিশু পরিবার সমূহের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ৬০ কেজি খেজুর বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।