বরিশালে আজ মঙ্গলবার (১১ মে) সারাদিন ছিল বৃষ্টির আনাগোনা, সঙ্গে ছিল দমকা বাতাসও। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সকালেও মুসলধারে বৃষ্টি হয়েছে।
এখনও আকাশ মেঘলা। যেকোনও সময় আবার শুরু হতে পারে বৃষ্টি। সেইসঙ্গে কোনও কোনও এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার। আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে।
অধিদফতর জানায়, আজ উত্তরাঞ্চলের তুলনায় দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি। এদিকে বৃষ্টির সঙ্গে দমকা হওয়া থাকায় নদী বন্দরগুলোতে দেওয়া হয়েছে ২ নম্বর সতর্ক সংকেত। এছাড়া চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বাদে অন্য বিভাগে মাজারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ওমন ফারুক বলেন, ‘আজ সারাদিন থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এটি সন্ধ্যা পর্যন্ত চলবে। গত দুই দিন উত্তরাঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই তুলনায় আজ মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে।
আমরা খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নদী বন্দরগুলোতে ২ নম্বর এবং অন্য এলাকাগুলোয় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছি।’
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর কিছু অংশ বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বরিশাল ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া অন্য এলাকার নদী বন্দরগুলোক ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ময়মনসিংহে ৭৫ মিলিমিটার। এছাড়া দিনাজপুরে ৬৬, বদলগাছিতে ৬৩, বগুড়ায় ৩৯, ডিমলায় ৩৭, নিকলিতে ৩৫, নেত্রকোনায় ৩৪, টাঙ্গাইলে ৩১, সৈয়দপুরে ৩০, ঢাকায় ২৪, কক্সবাজারে ১৯, রাজারহাটে ১৮, শ্রীমঙ্গলে ৮, রংপুরে ৬, সন্দ্বীপে ৫, মাইজদীকোটে ৪, রাজশাহী ও কুতুবদিয়ায় ৩; খেপুপাড়া, টেকনাফ, সিলেটে, ও ফরিদপুরে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া পটুয়াখালী, ঈশ্বরদী, গোপালগঞ্জে সামান্য বৃষ্টি রেকর্ড করা হয়েছে।