পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর রিপোর্টার রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য সচিবের অফিস স্টাফদের অসদাচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বরিশাল অনলাইন প্রেসক্লাব।
সংগঠনের সভাপতি খান রুবেল ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদার এক বিব্রিতিতে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বরিশাল অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ স্বাক্ষরিত এক বিব্রিতিতে তারা বলেন, একজন সাংবাদিকের মৌলিক অধিকার তথ্য সংগ্রহ করা।
আর সেই অধিকার আদায় করতে গিয়ে রোজিনা ইসলামের সাথে যে ঘটনা ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক। দ্রুত সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবী জানাচ্ছি অন্যথায় সাংবাদিকদের স্বার্থে কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে।