এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ

স্টারলিং ডিজাইন্স লি. গার্মেন্টসে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকি

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটিকে কেন্দ্র করে আন্দোলনকারী শ্রমিকদের অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হওয়া গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া চন্দ্রায় অবস্থিত স্টারলিং ডিজাইন্স লি. গার্মেন্টস ফ্যাক্টরিতে আবারও ভাংচুর ও অগ্নি সংযোগের হুমকি দিচ্ছে বিপথগামী শ্রমিকরা। এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি জিডি করেছেন ফ্যাক্টরির কর্তৃপক্ষ। জিডি সূত্রে জানা যায়, গেল ঈদ- উল ফিতরে অতিরিক্ত ছুটির দাবিতে মিরপুর ও আশুলিয়ায় আন্দোলন করে গার্মেন্টস শ্রমিকরা । তাদের দাবির প্রেক্ষিতে মালিক ও শ্রমিক মিলে সমন্বয় করে তিনদিনের বেশি ঈদের ছুটি দিতে পারবে জরুরি সভা করে এ কথা জানান শ্রমপ্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। শ্রমপ্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্টারলিং ডিজাইন্স লি. কর্তৃপক্ষ ঈদের ছুটি তিনদিনের সঙ্গে মিলিয়ে আরো পাঁচদিন সমন্বয়ের মাধ্যমে আটদিন ছুটি ঘোষণা করেন। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল কর্মচারী ১০ দিন ছুটির দাবিতে কাজে যোগদান না করে ফ্যাক্টরিতে ব্যাপক ভাঙচুর করে। অন্য শ্রমিকরা কাজে যোগদান করতে চাইলেও তারা বাধা প্রদান করে। পরবর্তীতে পরিস্থিতি শান্ত করার বিবেচনা করে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়। এতেও উচ্ছৃঙ্খল শ্রমিকরা ১২ দিনের ছুটি দাবিতে ফ্যাক্টরির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যাক্টরির বিভিন্ন জিনিসপত্র, চেয়ারটেবিল, জানালার গ্লাস, অফিসের গ্লাস, কম্পিউটার মেশিন, সিসি টিভি ক্যামেরা, মনিটরসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। ব্যাপক ভাঙচুরের মুখে ফ্যাক্টরি বাঁচানোর স্বার্থে ম্যানেজমেন্ট বাধ্য হয়ে ১২ দিনের ছুটি ঘোষণা করে। উক্ত ভিডিও ফুটেজ দেখে বিজেএমইএ, শ্রমিক ফেডারেশন, সরকারি সংস্থার ঊর্ধ্বতনরা ফ্যাক্টরির শ্রমিকদের এধরনের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হন এবং দুঃখ প্রকাশ করেছেন। পরে ফ্যাক্টরির ম্যানেজমেন্ট উচ্ছৃঙ্খল শ্রমিকদের ফ্যাক্টরি ভাঙচুরের ভিডিও ফুটেজ দেখে যাচাইবাছাই করে বেশি উচ্ছৃঙ্খল ৪৮ জন শ্রমিককে প্রাথমিকভাবে শনাক্ত করে তাদের সাময়িক বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করে। কিন্তু উচ্ছৃঙ্খল চাকরিচ্যুত শ্রমিকগণ আবারও ফ্যাক্টরিতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানোর পাঁয়তারা করছেন বলে জানান স্টারলিং ডিজাইন্স লি. কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

যে কারণে স্বামীকে ৯ টুকরো করে সেফটিক ট্যাংকে ফেলেন স্ত্রী

banglarmukh official

এক মাসে ৩৫৪ নারী-শিশু নির্যাতন, ধর্ষণের শিকার ৭৭ জন

banglarmukh official

বরিশালে টাকা পাওয়ার অজুহাতে গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণ

banglarmukh official

পিরোজপুরে স্বামীকে হত্যা করে পালালেন স্ত্রী

banglarmukh official

চরফ্যাশনে ধর্ষণ করে ভিডিও ধারণ আসামী গ্রেফতার

banglarmukh official