এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল

বরিশালের সকল অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশ

বরিশাল রিপোর্ট ॥

বাংলা নববর্ষ পহেলা বৈশাখের বর্ষবরণে বরিশালের সকল অনুষ্ঠান সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মেট্রোপলিটন পুলিশ।  পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈশাখের আয়োজনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভায় এ নির্দেশনা দেয়া হয়। সভায় পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন বলেন, পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানমালা ঘিরে নগরীতে ৫০১জন পোশাকধারী পুলিশ এবং সাদাপোষাকে সাত ধরনের পুলিশের টিম দায়িত্ব পালন করবেন। এছাড়া এনএসআই, ডিজিএফআই, র‌্যাব ও সিটিএসবি এবং আয়োজকদের নিজস্ব নিরাপত্তা কর্মীরা আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করবেন।

মেডিকেল টিমের পাশাপাশি প্রস্তুত থাকবে ফায়ার সার্ভিসের কর্মীরা। তিনি আরও বলেন, দেশে নাশকতা ঘটনোর জন্য জঙ্গি ও উগ্রপন্থিরা এখনো থেমে নেই। তাই আমাদেরকে সর্তক থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করতে হবে। বৈশাখী অনুষ্ঠানের মঙ্গল শোভাযাত্রায় কোন মুখোশ ব্যবহার করা যাবেনা, আর শোভাযাত্রায় দিয়াশলাই কিংবা আতশবাজী নিষিদ্ধ এবং প্রতিটি বৈশাখী মেলায় সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার এসএম রুহুল আমিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিজিএফআই’র লেঃ কর্ণেল জিএম শরিফুল ইসলাম, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান প্রমুখ। সভায় র‌্যাব, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও গণপূর্ত বিভাগের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official