এপ্রিল ২৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন

শিশু-কিশোরদের কে মাদকবিরোধী, সন্ত্রাসবিরোধী, সুস্থ-সুন্দর মনের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এধরনের একটি ক্রিয়া আয়োজনের গুরুত্ব অপরিসীম; পুলিশ কমিশনার বিএমপি

আজ রোববার, ১৩ জুন ২০২১ খ্রিষ্টাব্দ বেলা ১১:০০ ঘটিকায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়াম বরিশালে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

তিনি বলেন, আজকের শিশু-কিশোরই আমাদের জাতির ভবিষ্যৎ। আমাদের অগ্রগতি-উন্নয়নকে টেকসই করার জন্য, সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সুস্থ দেহ-মনের দেশপ্রেমিক নাগরিক প্রয়োজন। আর সুস্থ দেহ-মনের দেশপ্রেমিক নাগরিক তৈরিতে এ ধরনের একটি ক্রিয়া আয়োজন খুবই সহায়ক।

এ-সময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ আজ সর্বক্ষেত্রে এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে আমাদেরকে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, অর্থনীতিসহ সকল সেক্টরে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

মাদকবিরোধী, সন্ত্রাসবিরোধী, জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকা একটি সুস্থ-সুন্দর জাতি গঠনে তোমরাই আমাদের জাতির ভবিষ্যৎ। দেশব্যাপী এ ধরনের একটি ক্রিয়া আয়োজন খেলোয়াড় তৈরিতে আমাদের ক্রিয়া জগতে একটি বলিষ্ঠ ভূমিকা রাখবে।

উল্লেখ্য যে, বরিশাল বিভাগের অনূর্ধ্ব-১৭ বয়সের বালক-বালিকাদের অংশগ্রহণে দুটো ক্যাটাগরিতে (বালক-বালিকা) ০৬ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টে আমন্ত্রিত অতিথিগণ কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জনাব সাইফুল হাসান বাদল, (অতিরিক্ত সচিব) বিভাগীয় কমিশনার বরিশাল, জনাব রুবিনা আক্তার মাননীয় সংসদ সদস্য, জনাব জসীম উদ্দীন হায়দার, জেলা প্রশাসক বরিশাল, জনাব আলমগীর খান আলো, সাধারণ সম্পাদক, বিভাগীয় ক্রীড়া সংস্থা বরিশাল, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক),
আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজের নেতৃবৃন্দ, খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official