চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ের অবৈধ বসতি উচ্ছেদে বাধা দিয়েছে স্থানীয়রা। আজ সকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেনের নেতৃত্বে নগরীর মতিঝর্ণায় ঝুঁঁকিপূর্ণ পাহাড়ে বসতি উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া হয়। অভিযানের আগে পাহাড়ের খাদে বসবাসরতদের সরিয়ে যাওয়ার জন্য মাইকিং করে জেলা প্রশাসন। তারা সরিয়ে না যাওয়ায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজে মতিঝর্ণা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযানের শুরুতেই নগরীর লালখান বাজার ওয়ার্ডের মতিঝর্ণা এলাকার পাহাড়ের খাদে ঝুঁকিপূর্ণভাবে থাকা বসবাসরত ১০/১২টি বাড়ির স্থাপনা ভাঙ্গা এবং প্রায় ১৫টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর কিছুক্ষণ পরই স্থানীয় লোকজন বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে নারীদের দেওয়া হয় সামনে। এ সময় দায়িত্বরত পুলিশের নারী কনস্টেবলদের সঙ্গে তারা বাকবিতণ্ডাও করে। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়দের বিক্ষোভের মুখে উচ্ছেদ অভিযান শেষ না করে পুলিশি পাহাড়ায় জেলা প্রশাসনের কর্মকর্তারা ফিরে আসেন।
ঝুঁকিপূর্ণ পাহাড়ে বাসকারী রহিমা বেগম বলেন, ‘দীর্ঘ দিন ধরে আমরা এখানে থাকছি। বর্ষা আসলে আমরা সতর্ক থাকি। আমাদের কোন সমস্যা নেই। তারপরও প্রতিবছর বর্ষা মৌসুম আসার আগে প্রশাসন আমাদের উচ্ছেদ করতে চায়। আমরা এসব মানবো না।’
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির রহমান সানি বলেন, ‘প্রশাসনের নির্দেশনায় মতিঝর্ণার ঝুঁকিপূর্ণ পাহাড়ের খাদে বসবাসকারীদের সরে যেতে ইতোমধ্যে কয়েকবার মাইকিং করা হয়েছে। তাছাড়া অবৈধভাবে বসবাসরতদের গত মঙ্গলবারের মধ্যে নিরাপদ স্থানে সরে যেতেও বলা হয়েছে। কিন্তু তারা নির্দেশনা না মেনে পাহাড়েই অবস্থান করছে।’ তিনি বলেন, অভিযানে বাধা দেওয়া এবং পরবর্তীতে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে জেলা প্রশাসক সিদ্ধান্ত দিবেন।’