29 C
Dhaka
অক্টোবর ৩১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল

বরিশালে দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দকে দুদকের সম্মাননা

শেখ সুমন :

বরিশালে দুর্নীতি প্রতিরোধ কমিটির শ্রেষ্ঠ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা দেয়া হয়েছে। আজ বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় সার্কিট  হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সন্মানীত করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এ.এ.এম. আমিনুল ইসলাম।

বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার বলেন, দুর্নীতিবাজদের কঠোর হস্তে দমন করা হবে। দুদক প্রতিটি সেক্টরে কাজ করছে। একদিনে সব কিছু সম্ভব হবে না। ধাপে ধাপে আগাতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার আরও বলেন, বিভিন্ন উপজেলায় উন্নয়ন প্রকল্পে দুর্নীতির কারনে সাধারন মানুষ বঞ্চিত হচ্ছে। অন্যদিকে কোচিং ব্যাবসার নামে স্কুল-কলেজে না পড়িয়ে শিক্ষকরা অবৈধভাবে বেতন ভোগ করবেন তা প্রতিরোধের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, আগে দুর্নীতির ৩৭ ভাগ মামলার বিচার হতো। এখন এই সংখ্যা আশাব্যাঞ্জক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহীদুজ্জামান এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন। বক্তব্য রাখেন দুদকের পরিচালক মনিরুজ্জামান, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, মহিলা পরিষদ সভাপতি রাবেয়া বেগম ও দুপ্রক পিরোজপুর কমিটির সভাপতি ও ইত্তেফাকের বিশেষ প্রতিনিধ নাসিম আলী।

অনুষ্ঠানে ২০১৭ সালে দুর্নীতি প্রতিরোধে শ্রেষ্ঠ জেলা কমিটি হিসেবে পিরোজপুর জেলা নেতৃবৃন্দকে সন্মাননা দেওয়া হয়। এছাড়া উপজেলা পর্যায়ে ভান্ডারিয়া, বোরহানউদ্দিন, গলাচিপা শ্রেষ্ঠ হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার প্রতিনিধি সহ ৪০ সদস্যকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official

এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

banglarmukh official

রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

banglarmukh official

বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

banglarmukh official

গৌরনদী বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

banglarmukh official

পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

banglarmukh official