30 C
Dhaka
এপ্রিল ২৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাকেরগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোঃ আলাউদ্দিন মিলন। মঙ্গলবার বরিশাল জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যান ও অপরাধ দমন সভায় তাকে নির্বাচিত করা হয়। জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম ওই সভার সভাপতিত্ব করেন। সভায় বরিশাল জেলায় অপরাধ দমন, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, পলাতক আসামী গ্রেফতার, স্পর্শকাতর মামলার অগ্রগতিসহ সামাজিক কাজের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ হিসেবে জাতিসংঘ সনদপ্রাপ্ত বাকেরগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোঃ আলাউদ্দিন মিলনের নাম ঘোষণা করেন। সভা শেষে পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) বাকেরগঞ্জ থানা অফিসার ইন চার্জ মোঃ আলাউদ্দিন মিলনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এসময় বরিশাল জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, বাকেরগঞ্জ থানা এলাকাটি একসময় সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। ঘনবসতিপূর্ণ বাকেরগঞ্জ থানায় চলতি বছর ২০২১ সালের জানুয়ারি মাসে ওসি হিসেবে মোঃ আলাউদ্দিন মিলন যোগদান করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে ওসি আলাউদ্দিন মিলন বলেন, এ পুরষ্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official