বাংলাদেশ
– মোঃ সাবের হোসেন সজীব
বাংলাদেশ আমার জন্মভূমি,
এর জন্য দিতে পারি জান আমি।
বেঁচে আছি দেশের মাটিতে,
থাকব আমরা চিরদিন এই সোনার খাঁটিতে।
বাংলাদেশ আমার মা,
বিশ্বে আর কোথায় পাবো তা।
দেশ স্বাধীন হয় একত্তর সালে,
এক সাগর রক্ত জলে।
এই দেশে আছে বিশ্বে মাথা উঁচু করে,
চিরদিন থাকবে দেশ আমার মাথা উঁচু করে।
আমরা যদি থাকি ভালো,
দেশে ছড়াবে সোনার আলো।