শেখ সুমন:
বরিশাল নগরীর টিভি হাসপাতাল মাঠ সংলগ্ন পুকুর থেকে দশ বছর বয়সী মোঃ বেল্লাল হাওলাদার নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত বেল্লাল হাওলাদার নগরীর ছয় নং ওয়ার্ডের গগনগলি ( ফাটা গলির ) আব্দুর রব হাওলাদারের ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায় যে,গতকাল শনিবার পহেলা বৈশাখে সকাল বেলা আনুমানিক দশ ঘটিকার সময় বাসা থেকে খেলার উদ্দেশে বেড়িয়ে যায়।পরবর্তীতে আর ফিরে না এলে সবাই খুঁজতে থাকে এবং মাইকিং করে। কিন্তু সকাল বেলা যানতে পারে যে, টিভি হাসপাতাল মাঠে একটি লাশ পাওয়া গেছে।
এবং বাবা নিজে গিয়ে লাশটি শনাক্ত করেন এবং পরবর্তীতে লাশটির ময়নাতদন্ত করে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।