ই এম রাহাত ইসলামঃ আজ ২২ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ১লা নভেম্বর থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তে স্ব-শরীরে পাঠদান কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার কর্তৃক নির্দেশনা পাওয়া সাপেক্ষে ১লা নভেম্বর হতে পুনরায় স্ব-শরীরে তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাশসহ সকল শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা এখনও করোনা টিকার জন্য রেজিষ্ট্রেশন সম্পন্ন করেননি তাদেরকে দ্রুত রেজিষ্ট্রেশন করার জন্য বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।