বিএমপি গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর ২০২১ খ্রিঃ সন্ধ্যা ১৮ঃ৩৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ১৩ নং ওয়ার্ডস্থ আমতলার পানির ট্যাঙ্কির উত্তর পাশে ডেল্টা ফার্নিচার নাম দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ সোহেল খান (৩৭), পিতা-মৃত আলতাফ হোসেন খান, মাতা-মোসাঃ মিনারা বেগম, সাং-মেঘিয়া, ৮নং ওয়ার্ড, ৬নং মাধবপাশা ইউপি, থানা-এয়ারপোর্ট, বিএমপি, বরিশাল, ২) মোঃ আলামিন খান (৩১), পিতা-মৃত ফজলে আলী খান, মাতা-মৃত দেলোয়ারা বেগম, সাং-মগরপাড়া (কাদের মেম্বার বাড়ি সংলগ্ন) ওয়ার্ড নং-০২, ০২নং কাশিপুর ইউপি, থানা-এয়ারপোর্ট, বিএমপি, বরিশালদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (অবৈধ মাদকদ্রব্য) উদ্ধার করেন।
এই সংক্রান্তে অভিযুক্তেদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।