বেলুন ও পায়রা উড়িয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে মেট্রোপলিটন পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং নবনির্মিত বিমান বন্দর থানা ভবন উদ্বোধন করেন আইজিপি। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সুধী সমাবেশের শুরু হয়।
মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথীর বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, শেখ হাসিনা সেনানিবাসের জিওসি (ভারপ্রাপ্ত) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুজ্জামান খান, ডিজিএফআইয়ের কর্নেল জিএস কর্নেল এম এ সাদি, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কবির উদ্দিন প্রামণিক, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মো. মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির।
আরও উপস্থিত ছিলেন- সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।