এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা জাতীয়

১৭ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ইতোমধ্যে করোনা নিয়ন্ত্রণে ১৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে রাজধানীর চারটি হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবার অধিকতর সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা নিয়ন্ত্রণে আমরা ইতোমধ্যে সব মিলে ১৭ কোটির বেশি টিকা দিয়েছি। আমাদের সাড়ে ১১ কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ টিকা আমরা দিয়েছি। আমাদের এখনো ১০ কোটি টিকা মজুদ রয়েছে।

সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিভিন্ন কারণে অনেকে টিকা গ্রহণ করেননি। সবাই দ্রুত টিকা নিন। করোনায় যারা মারা গেছেন তাদের প্রায় ৮৫ শতাংশ টিকা নেননি। যারা করোনার টিকা নিয়েছেন, তাদের মৃত্যুর সংখ্যা খুবই কম। তাদের সংক্রমণের সংখ্যাও কম, তারা বাড়িতে থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। সুতরাং টিকা আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য। সবাই দ্রুত টিকা নিন।

তিনি বলেন, দেশের মানুষ করোনার টিকা নিয়েছে বলেই করোনায় আমরা ভালো আছি, মৃত্যুর সংখ্যাও কম। ১৭ কোটির লোকের মধ্যে মাত্র দেড় হাজার রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের ইকোনমিক গ্রোথ সাত শতাংশে উঠেছে। কারণ আমরা সবাই কাজ করতে পারছি। সবাই সুস্থ আছে। কলকারখানা চলছে, টিকা নেওয়ার কারণে সবার মধ্যে মনের মধ্যে কনফিডেন্স রয়েছে। এর ফলে ৩০ শতাংশ এক্সপোর্ট বেড়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভালো কাজের ফল আজকে সারা বাংলাদেশ পাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official