মানিকগঞ্জের কালিগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে পলাতক আসামিকে ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পুলিশ সদস্য শাহীনুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ওই নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত শাহীনুর রহমান মানিকগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার আশুলিয়ার গোয়াইলবাড়ি এলাকায়।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব গিলন্ড গ্রামের সালাম নামে এক আসামি গ্রেফতার হওয়ার পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ সদস্য শাহীনুর ধাওয়া করলে নদীতে ঝাঁপ দেয় সালাম। তাকে ধরতে শাহীনুরও নদীতে ঝাঁপিয়ে পড়েন। এতে আসামি নদী থেকে উঠে পালিয়ে গেলেও পুলিশ সদস্য শাহীনুর নিখোঁজ হন। পরে ঢাকা ও মানিকগঞ্জের ডুবড়ি দলের দুইটি টিম কালিগঙ্গা নদীতে উদ্ধার অভিযান শুরু করে।
নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর শুক্রবার দুপুর দেড়টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।