বরিশালের আগৈলঝাড়ায় অপহরণের দুই মাস পর অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। উদ্ধারকৃত ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল ওসিসিতে প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার বারপাইকা গ্রামের রিপন বাড়ৈর মেয়ে ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী পিংকি বাড়ৈ ৫ জানুয়ারী প্রাইভেট পরতে গিয়ে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে ৯ জানুয়ারী স্কুল ছাত্রীর মা অঞ্জলী বাড়ৈ বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় একটি সাধারন ডায়েরী করেন।
স্কুল ছাত্রীর মা অঞ্জলী বাড়ৈ জানান, বাড়ি থেকে প্রাইভেট পরতে গেলে আমার স্কুল ছাত্রী মেয়ে পিংকিকে শেরপুর সদর থানার মোতালেব মিয়ার ছেলে সোহাগ মিয়া অপহরণ করে নিয়ে যায়।
ওই সাধারন ডায়েরীর অভিযোগে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মিল্টন মন্ডল অভিযান চালিয়ে শেরপুর সদর থানা এলাকা থেকে অপহৃতা স্কুল ছাত্রী পিংকিকে ৮ মার্চ রাতে উদ্ধার করলেও অপহরনকারী সোহাগকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উপপরিদর্শক মিল্টন মন্ডল জানান, স্কুলছাত্রীকে উদ্ধার করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়েছে। স্কুলছাত্রীকে বৃহস্পতিবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল ওসিসিতে প্রেরন করা হয়েছে।