এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা প্রশাসন

নকল রং বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নকল রং, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে এসব প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সকালে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান

অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এসময় বিএসটিআইয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নকল রং, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে শাহিন নিউরোলাক পেইন্টসকে ৬ লাখ টাকা, বেটার রোবিলাক পেইন্টসকে এক লাখ ৫০ হাজার টাকা, নিউ বিবিআই তার ড্রয়িংকে এক লাখ টাকা, ইফসুফ মেটালকে এক লাখ টাকা ও আবদুল্লাহ ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল রং, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল। ভবিষ্যতেও র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই চেষ্টা

banglarmukh official