অক্টোবর ৩১, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা প্রশাসন

নকল রং বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। নকল রং, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে এসব প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সকালে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান

অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এসময় বিএসটিআইয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নকল রং, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে শাহিন নিউরোলাক পেইন্টসকে ৬ লাখ টাকা, বেটার রোবিলাক পেইন্টসকে এক লাখ ৫০ হাজার টাকা, নিউ বিবিআই তার ড্রয়িংকে এক লাখ টাকা, ইফসুফ মেটালকে এক লাখ টাকা ও আবদুল্লাহ ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল রং, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, মজুত ও বাজারজাত করে আসছিল। ভবিষ্যতেও র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official

ডিএমপির ১৭৩১ মামলায় জরিমানা ৬৫ লাখ টাকা

banglarmukh official

আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

banglarmukh official

সিআইডি নৌ রেল ও হাইওয়ে পুলিশে নতুন প্রধান

banglarmukh official

যেসব স্থানে স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে আলু-ডিমসহ ১০ কৃষিপণ্য

banglarmukh official

নগরে নতুন নতুন অটোরিকশা: কারখানা বন্ধে ওসিদের নির্দেশ

banglarmukh official