এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া প্রচ্ছদ বরিশাল রাজণীতি

বরিশালে ডাঃ মনীষা চক্রবর্তীর জামিন শুনানিতে ৫০ আইনজীবী, হল না জামিন

বরিশালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর জামিন শুনানিতে আদালতের অর্ধশতাধিক আইনজীবী অংশগ্রহণ করেছে। আজ রবিবার বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের বিচারক শুনানি শেষে ডাঃ মনীষা চক্রবর্তীসহ ৬ জনের জামিন এর আদেশ পুলিশের জব্ধ তালিকা পাওয়ার শর্তে আগামীকাল আদেশের জন্য রেখে দেন।

জামিন শুনানিতে অংশগ্রহণ করেন, বরিশাল আদালতের গভমেন্ট প্লিডার (জিপি) এড. ইসমাইল হোসেন নেগাবান, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ওবায়েদুল্লাহ সাজু, সিনিয়র আইনজীবী তপন চক্রবর্তী, আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এড. কাজী মুনিরুল হাসান, এড. একে আজাদ, এড. নীলা চক্রবর্তী, এড. হিরন কুমার দাস মিঠু, এড. আব্দুল হাই মাহবুব সহ প্রায় অর্ধশতাধিক আইনজীবী।

আদালতের বরাত দিয়ে আইনজীবী একে আজাদ বলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিকত দল (বাসদ) এর বরিশাল জেলা শাখার আহ্বায়ক এবং সদস্য সচিবসহ ৬ জনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। পুলিশ জব্ধ তালিকা আদালতে উপস্থান না করায় বিচারক আগামীকাল আদেশের জন্য রেখে দেন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ ব্যাটারী চালিত রিক্সার উচ্ছেদের প্রতিবাদে শ্রমিকদের ভুখা মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় ডাঃ মনীষা চক্রবর্তীসহ ৬ জনকে আটক করে পুলিশ। ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে ৬৬ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধাঁ প্রদানের অভিযোগে মামলা দায়ের করে।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official