এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগিয়েও হতাশার পরাজয়, স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে অসহায় আত্মসমর্পণ- এখন পর্যন্ত নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সংক্ষিপ্ত পারফরম্যান্স এমনই।

প্রথম দুই ম্যাচ হারলেও, তৃতীয় ম্যাচে সত্যিকারের জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের সামনে। সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ দল।

রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘আসলে আমরা তাদের খুব ভালো করে চিনি। তাদের বিপক্ষে বেশকিছু ম্যাচ খেলেছি। তাই ভালো ধারণা রয়েছে। আমি মনে করি, আমাদের সামনে ভালো সুযোগ রয়েছে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার।’

টাইগ্রেস অধিনায়কের এমন মন্তব্য মোটেও বলার জন্যই বলা নয়। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে মোট ১৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে ৫টিতেই প্রতিপক্ষ ছিল পাকিস্তান। তাদের বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ।

সেই আত্মবিশ্বাসে ভর করেই পাকিস্তানকে হারানোর জন্য নিজেদের প্রস্তুত ঘোষণা করেছেন জ্যোতি, ‘এখানে (হ্যামিল্টন) আমাদের ভালো একটি প্র্যাকটিস সেশন কেটেছে। আমরা ভালো বিশ্রামও পেয়েছি। তো খেলোয়াড়রা পরের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।’

দলের খেলোয়াড়দের আপডেট জানিয়ে তিনি বলেন, ‘সবাই খুব ভালো আছে এবং পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে। নেলসন ও ডানেডিনে খেলেছি আমরা, এখানেও (হ্যামিল্টন) বেশ কিছু ম্যাচ দেখেছি… পিচ কম-বেশি একই মনে হয়েছে। আমার মনে হয়, পিচ ভালোই হবে।’

এসময় প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের মূল্যায়ন করতে বলা হলে জ্যোতি বলেন, ‘আমার মতে, গত দুই ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে অসাধারণ ছিল। হয়তো ফল আসেনি আমাদের পক্ষে। তবু আমি মনে করি, অনেক জায়গায় উন্নতি হয়েছে। যা আমরা শেষ দুই ম্যাচে দেখেছি।’

তিনি আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে বোলিং করেছে সবাই, ব্রিলিয়ান্ট ছিল। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং দুর্দান্ত ছিল। তো আমরা যদি পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ে তা বাস্তবায়ন করতে পারি তাহলে সামনের ম্যাচে দারুণ কিছুই হবে।’

সম্পর্কিত পোস্ট

মিরপুরে তামিমরা দিলেন মুশফিককে সংবর্ধনা

banglarmukh official

এশিয়ান কাপ নিশ্চিতে একই গ্রুপে বাংলাদেশ-ভারত

banglarmukh official

আইরিশদের হোয়াইটওয়াশ করতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

banglarmukh official

এবার ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না শান্তর

banglarmukh official

মিরপুরে শারমিনের ব্যাটে ভর করে বাংলাদেশের রেকর্ড পুঁজি

banglarmukh official

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

banglarmukh official