27 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল বাজার রাজণীতি

ভর্তুকি মূল্যে বরিশালে টিসিবি’র পণ্য বিক্রি শুরুঃ বিসিসি মেয়রের তদারকি

আসন্ন পবিত্র রমজানের পূর্বে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বরিশালে ১ লক্ষ ২৯ হাজার ৯ শত ২১ জনের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২০ মার্চ) সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার ১নং ওয়ার্ড রায়পাশা-কড়াপুর এলাকায় উপকারভোগীদের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী বিক্রয় কাজের উদ্ধাধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর বিভিন্ন পয়েন্টে পণ্য বিক্রয় কার্যক্রম তদারকি করেন। বরিশাল নগরীর ১২টি স্পটে টিসিবি’র পণ্য বিক্রয় কাজে সরাসরি সহযোগিতা করছে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় ৩টি ট্রাকসেলের মাধ্যমে এই সকল পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। সিটির বাহিরের উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক কার্যক্রম পরিচালনা করেন।

এরআগে শনিবার বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি মিলনায়তন সভা কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাশ এক সভা করেন। সভায় জানানো হয়, জনপ্রতি ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা লিটার দরে ২ কেজি সয়াবির তৈল ও ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা ডাল বিক্রয় করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বরিশাল জেলা সহকারী পরিচালক শাহ্ মো. শোয়াইব মিয়া ও বরিশাল জেলা টিসিবি প্রধান আল আমিন।

বরিশালের সকল পৌরসভাসহ ১০ উপজেলার মধ্যে বরিশাল সদর উপজেলায় ১৫ হাজার ২শত ৭০ জন, মেহেন্দিগঞ্জ পৌর ও উপজেলায় ১৮ হাজার ২শত ৭৭ জন, বাবুগঞ্জ উপজেলায় ৮ হাজার ৩শত ১ জন, গৌরনদী পৌরসভা সহ উপজেলায় ১৩ হাজার ৭শত ৮১ জন, হিজলা উপজেলায় ১৪ হাজার ১১ জন, বাকেরগঞ্জ পৌরসভা সহ উপজেলায় ১৬ হাজার ৬শত ৭৬ জন, বানারীপাড়া পৌরসভাসহ উপজেলায় ৭ হাজার ৯শত ৯৪ জন, মুলাদী পৌর ও উপজেলায় ১০ হাজার ৬শত ৭৫ জন, আগৈলঝাড়া উপজেলায় ১০ হাজার ৬শত ৪১ জন ও উজিরপুর পৌরসভা সহ উপজেলায় ১৪ হাজার ২শত ৯৫ জন সহ সর্বমোট ১ লক্ষ ২৯ হাজার ৯শত ২১ জন উপকারভোগীদের মাঝে এসকল পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।

সম্পর্কিত পোস্ট

আপনার সঙ্গে আলাদা করে কিছু বলব না স্যার: ব্যারিস্টার সুমন

banglarmukh official

রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

banglarmukh official

ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

banglarmukh official

৬০ ব্যাংকসহ বিভিন্ন জায়গায় সালমান এফ রহমানের তথ্য চেয়ে দুদকের চিঠি

banglarmukh official

৪৩তম বিসিএস ও ৮০৩ এসআই নিয়োগ বাতিল দাবি বিএনপির

banglarmukh official

কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official