স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ র্যালী করেছে বরিশাল মেট্টোপলিটন পুলিশ।
আজ শনিবার ২৫ জুন সকাল সাড়ে ৮ টায় র্যালীটি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স থেকে শুরু করে বরিশাল সার্কিট হাউজ গিয়ে শেষ হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিমের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা ও অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।