এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা

কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

ঢাকার কেরানীগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. নাদিম (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জের খোলামোড়া আদর্শ স্কুলের সামনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নিজাম উদ্দিন জানান, আমর ছেলে নিউমার্কেট একটি কাপড়ের দোকানে কাজ করতো। দোকান ছুটির পর বাসায় ফেরার পথে কেরানীগঞ্জের খোলামোরা আদর্শ স্কুলের সামনে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। এরপর মারধরের একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি জানান, কারা তার ছেলেকে মেরেছে তিনি কিছুই জানেন না। এ ঘটনায় আরও একজন ছুরিকাহত হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

banglarmukh official

সাংবাদিকরা ভুয়া নিউজ করে আমাদের ১২টা বাজিয়ে দিচ্ছে

banglarmukh official

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা এখন এক নর্দমা

banglarmukh official

ফিল্মি স্টাইলে আদালত চত্বর থেকে আসামি ছিনতাই চেষ্টা

banglarmukh official

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

banglarmukh official

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

banglarmukh official