29 C
Dhaka
অক্টোবর ৩০, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন রাজণীতি

ছাত্রলীগ নেতাকে গলা কেটে হত্যা, দুই আসামি গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে অভিযান চালিয়ে গোপালপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- রকি (২৬) ও বাহার উদ্দিন (২২)।

শুক্রবার (৮ জুলাই) সকালে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসিবুল বাশার হত্যা মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশসহ বিভিন্ন সংস্থার একাধিক টিম মাঠে কাজ করছে।

এদিকে বৃহস্পতিবার রাতে নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদি হয়ে যুবলীগ নামধারী সন্ত্রাসী হাসানকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।

এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের সুবহান মার্কেট এলাকায় হাসিবুল বাশারকে (২৫) গলা কেটে হত্যা করে যুবলীগ নামধারী দুর্বৃত্তরা।

পরে বিকেলে তার মরদেহ নিয়ে চৌমুহনী চৌরাস্তায় বিক্ষোভ করে বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌরসভা ও এস.এ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সম্পর্কিত পোস্ট

ঝালকাঠিতে আমুর ছায়ায় কোটিপতি ডজনখানেক

banglarmukh official

অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ট্রেন বিকল

banglarmukh official

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেফতার

banglarmukh official

খালেদা জিয়ার কয়লাখনি দুর্নীতি মামলার চার্জ শুনানি পেছাল

banglarmukh official

জামায়াতের হিন্দু শাখা গঠন, যা বলছেন নেতারা

banglarmukh official

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official