ফেসবুকের চ্যাটিং গ্রুপে রিকোয়েষ্ট এক্সেপ্ট না করায় বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের ইন্টারমিডিয়েট ১ম বর্ষের মেধাবী ছাত্র সংগ্রামকে মারধর করেছে সহপাঠী বখাটেরা। এ সময় তাকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত সংগ্রামকে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার বিকেল ৫ টার দিকে কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সংগ্রামের চাচা মাসুদ রানা কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং ১৩৬১ তারিখ ২৮/৪/২০১৮ইং।
জিডি সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পরীক্ষা দিয়ে কক্ষ থেকে বের হয় মেধাবী ছাত্র শরিফুল ইসলাম সংগ্রাম। এ সময় তার সহপাঠী বখাটে সন্ত্রাসী অর্ণব ইসলাম (১৭) এর নেতৃত্বে মুন্না মেহরাব (১৭), রেজা আহমেদ (১৭), সিফাত খান শাফায়েত (১৭), আলভী নাফিস (১৭), আরাফ (১৭), মাসরুফ আল নাফিস (১৭) মিলে পরীক্ষার কক্ষের গেট থেকে জোর পূর্বক কলেজের পিছনে নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা সহ হামলা চালায়। এতে ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সংগ্রামকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সংগ্রাম শেবাচিম হাসপাতালের চারতলায় সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা এখনো শংকা মুক্ত নয় বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা। উল্লেখ্য, শরিফুল ইসলাম সংগ্রাম হাতেম আলী কলেজের একজন মেধাবী ছাত্র। সে গত বছর বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি বিজ্ঞান বিভাগে গোল্ডেন এ প্লাস পেয়ে পাশ করে।