চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. রাসেল (১৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে সোমবার শশীভূষণ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
যার মামলা নং ০৩/২০২২। অভিযুক্ত রাসেল চরফ্যাশন উপজেলাধীন শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়, রবিবার দুপুরে প্রতিবন্ধী কিশোরী নিজ বাড়ির বাগানে লাকড়ী আনতে যায়।
তাকে একা পেয়ে পাশের বাড়ির রাসেল বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। সেখানে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিমের চিৎকার শুনে বাড়ির লোকজন আসলে রাসেল পালিয়ে যায়।
শশীভূষণ থানা ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় মামলায় অভিযুক্ত আসামি রাসেলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। প্রতিবন্ধীকে ভোলায় ডাক্তারি পরীক্ষার জন্য নেয়া হয়েছে।