32 C
Dhaka
অক্টোবর ৩০, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতায় ওসি

আরিফুর রহমান, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে শিক্ষার্থীদের নিয়ে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা করেছেন নলছিটি থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে সরকারি ডিগ্রি কলেজে এ সভার আয়োজন করা হয়। এসময় মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামুলক পরামর্শ দেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, ওসি তদন্ত মনোরঞ্জন মিস্ত্রি, শিক্ষকবৃন্দসহ নলছিটি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি গণমাধ্যম কর্মীদের বলেন, আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেকোনো মূল্যে এটি প্রতিহত করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের বড় হওয়ার পথে সব থেকে বড় বাধা। এছাড়া অপ্রাপ্ত বয়সে প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়। এ বিষয়ে সবাইকে বোঝাতে হবে, লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পরই মেয়েদের বিয়ে করা উচিত। তাই এমন সচেতনতামুলক ক্লাসের আয়োজন করা হয়েছে।

এসব অপকর্ম বন্ধে থানা-পুলিশ নিয়মিতভাবে কাজ করছে। নলছিটি উপজেলাকে মাদক ও বখাটেমুক্ত করতে কঠোর ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন তিনি।

এসময় তিনি আরও জানান, পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সভা আয়োজন করা হবে।

আরিফুর রহমান
০১৭৩৯৫৪৮২২৫

সম্পর্কিত পোস্ট

ঝালকাঠিতে আমুর ছায়ায় কোটিপতি ডজনখানেক

banglarmukh official

অটোরিকশার সঙ্গে সংঘর্ষে ট্রেন বিকল

banglarmukh official

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official

ঘর থেকে তুলে নিয়ে মা-মেয়েকে গর্ণধর্ষণ, আটক ২

banglarmukh official

ডিএমপির ১৭৩১ মামলায় জরিমানা ৬৫ লাখ টাকা

banglarmukh official

বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

banglarmukh official