এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না আসায় শিক্ষকদের অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেছে বরিশাল নগরীর জগদিশ সারস্বত স্কুল এন্ড কলেজের এসএসসি’র শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ফল ঘোষণার পর কেউ প্রত্যাশিত ফল না পাওয়ায় আবার কেউ অকৃতকার্য হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন। এ সময় তারা শিক্ষকদের বিরুদ্ধে কটাক্ষ করেন। শিক্ষকরা আন্তরিকভাবে ক্লাসে পাঠ দান না করানোয় এবং কোচিংয়ের নামে ব্যবসা করায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল করতে পারেনি বলে তাদের অভিযোগ। এর সব দায়ভার শিক্ষকদের উপর চাপিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা ওই স্কুলের শিক্ষকদের একটি কক্ষে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তবে অকৃতকার্য কিংবা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের দায়ভার নিতে রাজী নন বরিশাল নগরীর জগদিশ সারস্বত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহআলম। তিনি বলেন, ক্লাসে ঠিকভাবেই পাঠদান হয়েছে। ওই শিক্ষার্থীরা ভালাভাবে ক্লাসের পড়া রপ্ত করতে পারেনি এবং বাসায়ও তারা তেমন লেখাপড়া করেনি। অভিভাকরাও শিক্ষার্থীদের সঠিকভাবে যত্ন নিতে পারেনি। এ কারণে তারা প্রত্যাশিত ফল পায়নি। তারপরও কোন শিক্ষার্থী কিংবা অভিভাবকের ফল নিয়ে আপত্তি থাকলে পরীক্ষার ফল পুনমূল্যায়নের আবেদন করতে বলেন অধ্যক্ষ মো. শাহআলম।
বরিশাল নগরীর জগদিশ সারস্বত স্কুল এন্ড কলেজ থেকে এবার ২০৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৭ জন অকৃতকার্য হয়েছে।