তানজিম হোসাইন রাকিবঃ বিএমপি বন্দর থানার অভিযানিক টিম -১, গোপন সংবাদের ভিত্তিতে ২৪-০৭-২০২২ খ্রিঃ, রাত ০০:১৫ ঘটিকায় বন্দর থানাধীন ০৭নং চরকাউয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ড, চরকাউয়া সাকিনস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ আল-আমীন মল্লিক (৩৫), পিতা – মোঃ কাঞ্চন মল্লিক, মাতা- ফিরোজা বেগম, সাং- বুড়ির বাড়ি, মল্লিক ভিলা, গাউছিয়া সড়ক, রুপাতলী, বিসিবি ২৪নং ওয়ার্ড, থানা- কোতোয়ালি মডেল, জেলা- বরিশাল এর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন। আটককৃত অভিযুক্তের সহযোগী ২) মোঃ মফিজ (৪৫), পিতা- অজ্ঞাত, সাং – অজ্ঞাত ,থানা ও জেলা- ভোলা, এ সময় ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।
ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।