এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজণীতি

বরগুনা পৌরসভা কার্যালয়কে মেয়রের ধূমপানমুক্ত ঘোষনা

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা পৌরসভা কার্যালয়ের হল রুমে রবিবার দুপুর ১২ টায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেকা এবং তামাক নিয়ন্ত্রণ আইন (২০০৫) প্রয়োগ নিশ্চিত করন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলা উন্নয়ন কমিটি ও এনএসএস যৌথ ভাবে এ সভার আয়োজন করে।

সভায় মেয়র বরগুনা পৌরসভা কার্যালয়কে ধূমপানমুক্ত ঘোষণা করেন। সমাজ উন্নয়ন কমিটির বরগুনা জেলা কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনা পৌরসভার মেয়র এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ।

সভায় বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক স্বপন দাস, কাউন্সিলর সাইদুর রহমান সজীব, কাউন্সিলর কবিরুর রহমান, নারী কাউন্সিলর মমতাজ বেগম, নারী কাউন্সিলর রাহিমা বেগম, মো, ফারুক সিকদার,, মো. জাহিদুল করিম বাবু, কাউন্সিলর রমিজ উদ্দিন মোল্লা, বরগুনা জেলা স্যানিটারি ইনেস্পক্টর মো, খলিলুর রহমান, বরগুনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, বরগুনা সদর থানা পুলিশের এএসআই মো. শহিদুল ইসলাম, এনজিও ব্রাক এর জেলা সমন্বয়ক মো. মারুফ পারভেজ, ও বরগুনা পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো. শফিকুল আলম প্রমুখ।

সভার প্রধান অতিথি পৌর মেয়র এ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ তার বক্তব্যের শুরুতে বরগুনা পৌরসভা কার্যালয়কে ধূমপানমুক্ত ঘোষণা করে বলেন, বরগুনা বাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং রাষ্ট্রীয় বিধান অনুযায়ী শহরের জনগুরত্বপূর্ন স্থান এবং পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত থাকতে হবে। তিনি আরো বলেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানের ১শ’ গজের মধ্যে কোন দোকানদার তামাকজাত দ্রব্য বিড়ি সিগারেট বিক্রি করতে পারবেন না।

প্রয়োজনে এদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। সাংবাদিক স্বপন দাস তার বক্তেব্যে বলেন, আমি নিজে এক সময় ধূমপান করতাম। এর ক’ফল অনুধাবন করে এখন আমি াার দূমপান করিন।

অনুষ্ঠানের সভাপতি হাসানুর রহমান ঝন্টু তার বক্তেব্য বলেন, বরগুনা জেলাকে ধূমপানমুক্ত করার জন্য আমরা বিভিন্ন জন সচেতনতা মূলক কর্মসূচী পালন করবো। তিনি আরো বরেন, আসুন আমরা সবাই একযোগে শপথ নেই আজ থেকে আমরা ধূমপান ত্যাগ করবো।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official