নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৯ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজিজুর রহমান শাহীন ও যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন ফিরোজসহ অনান্যরা।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয় চত্ত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।