তানজিম হোসাইন রাকিবঃ বিএমপি গোয়েন্দা শাখার স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৭-০৭-২০২২ খ্রিঃ, রাত ২২:১০ ঘটিকায় বিএমপি এয়ারপোর্ট থানাধীন বিসিসি ২৭নং ওয়ার্ডের রুইয়ারপোল হইতে ঠাকুর বাড়ীর পোল যাওয়ার সড়কের মাঝামাঝি জনৈক রফিক হাওলাদারের চা,পান দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১) মোঃ শামীম হাওলাদার @ সৈকত হোসেন (২৪), পিতা- মোঃ বেলায়েত হাওলাদার, মাতা- মোসাঃ আনোয়ারা বেগম, সাং- হাওলাদার বাড়ী, আদাখোলা, পুটিয়াখালী, বাইপাস মোড়, থানা- রাজাপুর, জেলা- ঝালকাঠী, এ/পি- জনৈকা আয়েশা বেগম এর বাসার ভাড়াটিয়া, রুইয়ার পোল, বিসিসি ২৩নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল এর হেফাজত হতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।