দুইদিন আগেই ইন্দোরে প্রথম সাক্ষাতে রাজস্থান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়েছিল প্রীতির পাঞ্জাব। ম্যাচটিতে প্রথম ব্যাট করে ১৫২ রানে অল-আউট হয়েছিল রাজস্থান। মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি ম্যাচে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান তুলল রয়্যালস ব্রিগেড।
চলতি আইপিএলে ৯ ম্যাচের মধ্যে মাত্র তিনটি ম্যাচে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে একেবারে শেষে রয়েছে রাজস্থান রয়্যালস। এদিন পাঞ্জাবের কাছে হারলে একদশ আইপিএলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে রাহানে বাহিনী।
এদিন ‘ডু অর ডাই’ ম্যাচে কিংস বোলারদের শুরুটা ভালো হল না রয়্যালসের। শুরু থেকে নিয়মিত উইকেট হারিয়েছে চাপে পড়ে রাজস্থান। কিন্তু রয়্যালসের ইংরেজ উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার ৫৮ বলে ৮২ রানের আক্রমাণাত্নক ইনিংসে ভর করে ১৫০ রানের গন্ডি টপকায় রয়্যালস।
জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাব ৭ ওভারে ৩ উইকেটে ৩৫ রান সংগ্রহ করেছে।