ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা দূর্ঘটনা

ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে চালক নিহত, আহত ৭

নিউজ ডেস্কঃঃ রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে লেগুনাচালকের মৃত্যু হয়েছে। তার নাম মো. রাজিব (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার সাত যাত্রী।

আহতরা হলেন- আব্দুল বাতেন (৪৫), আবুল বাসার (৪০), মো. শান্ত (১৯), আব্দুল গনি (৪৫), মো. হাসান (৪০), মো. সাগর (১৮) ও হৃদয় (২২)।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লেগুনাচালক রাজীবকে মৃত ঘোষণা করেন। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লেগুনার যাত্রী মো. হৃদয় হোসেন বলেন, ডেমরার বাঁশেরপুল এলাকায় আশিয়ান পরিবহন ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাচালক ও সাত যাত্রী আহত হন। পরে দ্রুত সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে লেগুনাচালককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেমরা বাঁশেরপুল এলাকায় আশিয়ান পরিবহন ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনাচালক মারা যান। এ দুর্ঘটনায় লেগুনার সাত যাত্রী আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

banglarmukh official

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

banglarmukh official

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official

ডিএমপির ১৭৩১ মামলায় জরিমানা ৬৫ লাখ টাকা

banglarmukh official

আশুলিয়ায় আজও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট

banglarmukh official

যেসব স্থানে স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে আলু-ডিমসহ ১০ কৃষিপণ্য

banglarmukh official