বৈরি আবহাওয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় পাথরঘাটা-সংলগ্ন বলেশ্বর নদীতে একটি ট্রলার ডুবেছে। তিন ঘণ্টা পর ভাসমান অবস্থায় পাঁচ জেলে উদ্ধার হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে রিপোর্টটি লেখা পর্যন্ত ট্রলারটি উদ্ধার হয়নি। নামবিহীন ওই ট্রলারের মালিকের নাম জানা যায়নি। তার বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে।
উদ্ধারকারী ট্রলারের মালিক আউয়াল জানান, বলেশ্বর নদী থেকে ভাসমান অবস্থায় পাঁচজনকে উদ্ধার করেন।
উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে তিনি আরো বলেন, মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিলেন তারা। হঠাৎ প্রচণ্ড ঝড়ে ট্রলারটি উল্টে যায়। মুহূর্তের মধ্যে ট্রলারে থাকা পাঁচ জেলে ট্রলার থেকে ছিটকে পড়ে পানিতে ভেসে যায়। তিন ঘণ্টা পর উদ্ধার তাদের উদ্ধার করা হয়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘ট্রলার ডুবির খবর শুনেছি, উদ্ধার হওয়া জেলেরা সুস্থ রয়েছে। ট্রলার খোঁজ করার জন্য আমার ট্রলার বলেশ্বর নদীতে রয়েছে।