27 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা

টাইগারদের সফরের আগে মুশতাককে নিয়োগ দিল ওয়েস্ট ইন্ডিজ

কিংবদন্তি পাকিস্তানি লেগ স্পিনার মুশতাক আহমেদকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আগামী জুন-জুলাইয়ে ক্যারিবীয় সফরে যাবেন মাশরাফি-সাকিব-তামিমরা। ধারণা করা হচ্ছে, ওই সফরে টাইগারদের বিপক্ষে স্পিন সামলাতে এবং নিজেদের স্পিন শক্তিকে আরও ঝালিয়ে নিতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর, স্বল্প মেয়াদের জন্য চলতি মাসের শেষের দিকে কোচিংয়ে যোগ দেবেন মুশতাক। যদিও পরবর্তীতে মেয়াদ বাড়িয়ে দীর্ঘকালীন কোচ করারও সম্ভাবনা রয়েছে।

মুশতাক আহমেদ পাকিস্তানের হয়ে ৫২টি টেস্ট ও ১৪৪টি ওয়ানডে খেলে ৩৪৬টি উইকেট নিয়েছেন। এর আগে, পাকিস্তান দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মুশতাক। ইংল্যান্ডের বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেন তিনি। পিএসএল ও আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।

এদিকে, ক্যারিবীয়দের কোচ হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুশতাক বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ এমন একটি দল যাদের অতীত খুবই সমৃদ্ধ। আমি তাদের নিয়ে কাজ করতে খুবই উগ্রীব হয়ে আছি।’

সম্পর্কিত পোস্ট

ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

banglarmukh official

সাকিবের নতুন ভিডিও ভাইরাল

banglarmukh official

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট ১০৬

banglarmukh official

বিদায়ী টেস্ট খেলতে দেশে ফেরা হচ্ছে না সাকিবের

banglarmukh official

শাহিন বাবর নাসিম বাদ, যা বললেন আফ্রিদি

banglarmukh official

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি লেগ-স্পিনার

banglarmukh official