রুপন কর অজিতঃ বরিশালে নৌ পুলিশের অভিযানে ১৮০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নেতৃত্বে , সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই- আলম সার্কেল ও বরিশাল সদর নৌ থানার ইনচার্জ এসআই মোঃ আলাউদ্দিন আল মাসুম সহ নৌ পুলিশের সদস্যরা বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বরিশালের আমতলার মোড় পানির ট্যাংক সংলগ্ন কালু খান সড়কের মুখে ঢাকাগামী ইমরান ট্রাভেলস নামক পরিবহনে অভিযান চালিয়ে ১৮০০ কেজি জাটকা উদ্ধার করা হয়। বরিশাল সহকারী পুলিশ সুপার মোঃ দীন-ই- আলম জানান, বরিশাল সদর নৌ থানা পুলিশের জাটকা বিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ সকাল ১০টায় ঢাকাগামী যাত্রীবাহি ইমরান ট্রাভেলস পরিবহনে অভিযান চালানো হয়।
এ সময় আনুমানিক ১৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো কতৃপক্ষের নির্দেশনায় বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে। তিনি আরো জানান, বরিশাল নৌ পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।