25 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল

আজ বরিশালে দোস্ত উৎসব মাতাবেন লালন ব্যান্ড


এস এন পলাশ।।
বরিশাল নগরীর একটি অরাজনৈতিক সংগঠন দোস্ত কল্যান পরিষদ। এর বাৎসরিক আয়োজন দোস্ত উৎসব আজ শুক্রবার (২০জানুয়ারি)। দিনব্যাপী রয়েছে নানান প্রোগ্রাম।
প্রায় সারে তিনশো বন্ধুবান্ধব মিলে এই দোস্ত উৎসবের আয়োজন করেছেন তারা। তাদের এই উৎসব মাতাতে ঢাকার লালন ব্যান্ড ও আরেক ব্যান্ড তারকা মিনার যোগ দিবেন অনুষ্ঠানে।
দোস্ত উৎসবের আয়োজকরা জানান, তাদের দোস্ত কল্যান পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি করোনা কালিন সময় ও বিভিন্ন সময়ে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।
শুধু তাই নয়, দোস্ত কল্যান পরিষদের একটি নির্দিষ্ট মাসিক চাঁদা তাদের বন্ধুবান্ধবের ভিতরে যারা অস্বচ্ছল তাদেরকে সহযোগীতা করে আসছে দীর্ঘদিন যাবত।
আজ শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত রয়েছে দোস্তদের নানান আয়োজন। রাতে এই অনুষ্ঠানে যোগ দিবেন লালন ব্যান্ডের সুমি ও আরেক ব্যান্ড তারকা মিনার।
এছাড়া দোস্ত কল্যান পরিষদের এই অনুষ্ঠানে যোগ দিবেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বরিশালের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।
এস এন পলাশ
বরিশাল
০১৭১৩৯৬৩৬২৯

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

banglarmukh official

সারা দেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ

banglarmukh official