বরিশাল ব্যুরো।।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উপলক্ষে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নে কয়েকশত পরিবারের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিলেন ইতালি প্রবাসী যুবদল নেতা আকবর হোসেন মাসুদ আকন।
শনিবার(২১জানুয়ারি) সকালে ইউনিয়নের কাজলাকাঠী আকন বাড়িতে মাসুদ আকনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতারন করেন দাঁড়িয়াল ইউনিয়ন ছাত্রদল, যুবদল, ও মূলদলের নেতৃবৃন্দ।
দাঁড়িয়াল ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি আকবর হোসেন মাসুদ আকন বর্তমান ইতালি পালোরমা বিএনপির সাধারণ সম্পাদক ও বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি।
স্থানীয় একাধিক লোক জানান, ইতালি প্রবাসী এই যুবদল নেতা প্রাবসে থাকলেও করোনা কালীন সময়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন।
এছাড়াও গ্রামের অস্বচ্ছল পরিবারদের সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি।
দাঁড়িয়াল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাগর সন্যমত বলেন, ইতালি প্রবাসী বিএনপি নেতা আকবর হোসেন মাসুদ আকন আজ আমাদের মাধ্যমে তার নিজ ইউনিয়ন বাসীর মাঝে প্রায় ১হাজার কম্বল বিতারন করিয়েছেন।
এছাড়াও ইউনিয়নের বিভিন্ন মানুষের বিপদআপদে পাশে থাকেন মাসুদ আকন।