খবর বিজ্ঞপ্তি ॥আলী জসিমের ছেলের মৃত্যুতে বরিশাল অনলাইন প্রেসক্লাবের শোক
বরিশাল কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাংবাদিক অপু রায় (৪৫) মারা গেছেন। সোমবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুবেল খান ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদার।
বরিশাল অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ স্বাক্ষরিত এক বিব্রিতে সংগঠনের সকল সদস্যরা আলী জসিমের ছেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।