পটুয়াখালীর কলাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো.মজিবর রহমান বেপারি (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে কুয়াকাটা মহাসড়কের ঘুটাবাছা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মজিবর রহমান বেপারি উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সিপিপির টিম লিডার ছিলেন।
সূত্র জানায়, মজিবর রহমান নিজ বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রাম থেকে মোটরসাইকেলে পাম্পে তেল ক্রয়ের জন্য কলাপাড়া যাচ্ছিলেন । ঘুটাবাছা এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে পড়ে যান। অচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
কলাপাড়া থানার ওসি মো. জসীম সাংবাদিকদের জানান, বিষয়টি সম্পর্কে তিনি তথ্য সংগ্রহ করবেন।