ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি সদরে রাজাপুর উপজেলার কানুদাস কাঠি গ্রামে বুধবার রাত ৯টার দিকে ডিবি পুলিশের অভিযানে একাধিক মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম পায়েল তালুকদার( ২৬) কে ৪০০পিছ ইয়াবা ট্যাবলেট সহ ঝালকাঠি জেলা ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করে।
আটক মাদক ব্যবসায়ী কাউখালী শিয়ালকাঠী গ্রামের মোঃ খলিলুর রহমানের ছেলে।
ডিবি ওসি মনিরুজ্জামান বলেন ,গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল স্যারের দিক নির্দেশেনায় ঝালকাঠি জেলা ডিবি পুলিশের এস আই মোঃ দেলোয়ার হোসাইন জসিম,এএসআই নাসির উদ্দিন, কনস্টেবল মনিরুজ্জুামান, ইমরান ,হাসান মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজাপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হইয়াছে।
মামলা নম্বর ৭ তিনি আরো বলেন আটককৃত মাদক ব্যবসায়ী এর আগে ৮হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে।
তিনি আরো বলেন ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।