নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৩মার্চ) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এই আদেশ দেন।
মামলা সূ্ত্রে জানা যায়, বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহারকে নিয়ে বরিশাল ক্রাইম নিউজে একটি সংবাদ প্রকাশ হয়।
সেই ঘটনায় সাংবাদিক এস এন পলাশ ও খন্দকার রাকিবের বিরুদ্ধে মামলা দায়ের করেন কাউন্সিলর এনামুল হক বাহার।
মামলাটি দীর্ঘদিন পরিচালিত হওয়ার পরে আজ বিচারক মামলা থেকে দুই সাংবাদিককে অব্যাহতি দেন।
সাংবাদিক এস এন পলাশ ঢাকা টাইমসের বরিশাল জেলা প্রতিনিধি ও খন্দকার রাকিব বরিশাল ক্রাইম নিউজের প্রকাশের দ্বায়িত্ব পালন করছেন।