পিরোজপুরের মঠবাড়িয়া শাতাধিক সুবিধা বঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “ছোট্ট মনুদের জন্য ভালবাসা”। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম।
শুক্রবার সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অডিটরিয়ামে সংগঠনটির মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার বিশ্বাস এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, সংগঠনের উপদেষ্টা আরিফুল ইসলাম সোহাগ, সাংবাদিক আবদুস সালাম আজাদী, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, পৌর শাখার সভাপতি রাজিব কুমার সাহা, সদস্য দেবাশীষ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা সকল প্রবাসি ও সংগঠনের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেন।
জানা গেছে, প্রবাসিদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন “ ছোট্ট মনুদের জন্য ভালবাসা” প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে সুবিধা বঞ্চিত শিশুদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সহায়তা করে আসছে। সংগঠনটির চেয়ারম্যান প্রবাসি মো. জাফর শেখ জানান, আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।