ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

গৌরনদী-আগৈলঝাড়া বিএনপির উদ্যোগে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ গণতন্ত্র পুনরুদ্ধার, ১০ দফা বাস্তবায়ন, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি, সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় বরিশালে মতবিনিময় সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর রজনিগান্ধা কমিনিউটি সেন্টারে আগৈলঝাড়া উপজেলা, গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের আহবায়ক ও বরিশাল-০১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইমলাম কাজলের সঞ্চালনায় এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মাদ শহিদুল্লা, মহানগর বিএনপির আহবায়ক মনিজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক কবির হোসেন তালুকদার, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, সিনিয়র যুগ্ম আহবায়ক সিকদার হাফিজ, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জাহির সাজ্জাদ হান্নান শরিফ, গৌরনদী পৌর বিএনপির আহবায়ক জাকির শরিফ, সদস্য সচিব ফরিদ উদ্দিন মিয়া। এছাড়া বক্তব্য রাখেন, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল আলম সেন্টু, আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মোল্লা, গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ভিপি জাকির হোসেন রাজা, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খোকনসহ গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি এবং অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official

বরিশালে শব্দ দূষণ বন্ধে বরিশালে র‍্যালী ও লিফলেট বিতরণ

banglarmukh official

বরিশালে ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

banglarmukh official