30 C
Dhaka
এপ্রিল ১৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঝালকাঠি বরিশাল

মাদককাণ্ডে সাময়িক বরখাস্ত হলেন অ্যাম্বুলেন্সচালক রোমেন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ায় ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সচালক মো. রোমেন হাওলাদারকে (৩৯) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন। জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজ থেকে রোমেন হাওলাদারকে গাঁজাসহ গ্রেপ্তার করে নলছিটি থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে সোমবার জামিনে মুক্তি পান তিনি।

সাময়িক বরখাস্তের বিষয়ে জানতে চাইলে রোমেন হাওলাদার বলেন, আমি এ বিষয়ে কথা বলতে চাই না। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন বলেন, অ্যাম্বুলেন্সচালক রোমেন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপাতত তার কর্মস্থলে যোগদানের সু্যোগ নেই।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, মাদক মামলার জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে মামলায় সাজা হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official